খালেদা জিয়ার সুস্থতায় তারকাদের আবেগঘন বার্তা
সংকটাপন্ন খালেদা জিয়া। সুস্থতায় কামনায় চলছে দোয়া। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন চিকিৎসকরা। দলমত শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন আপোষহীন নেত্রীর জন্য। ফেসবুক ও ইনস্টাগ্রামে কেউ শেয়ার করছেন পুরোনো ছবি, কেউ লিখছেন ব্যক্তিগত অনুভূতির কথা। খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনায় তারকারাও দিয়েছেন আবেগঘন বার্তা।
তমালিকার স্মৃতিতে খালেদা জিয়ার পুরস্কার
অভিনেত্রী তমালিকা কর্মকার স্মৃতিময় মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, অনেক বছর, ২৫ বছর। কিন্তু এই সম্মানটা এই মুহূর্তটা একজন অভিনেত্রী হিসেবে আজও আমি তা মনে লালন করি।’

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ডিপজল
ফেসবুকে অভিনেতা ডিপজল লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।’

সংগীতশিল্পী কনক চাঁপার আবেগঘন স্ট্যাটাস
কনক চাঁপা খালেদা জিয়ার সুস্থতা কামনায় আবেগঘন স্ট্যাটাসে লেখেন, এই জীবনে তিনি অনেক নেতার জীবনকাহিনী শুনেছেন, বইয়ে পড়ে বড় হয়েছেন, ঋদ্ধ হয়েছেন; কিন্তু আপোসহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জীবনকাহিনী একেবারেই আলাদা। যৌবনেই স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে বৈধব্য বরণ করা, রাজনৈতিক জীবনের শীর্ষ সময়ে মিথ্যা মামলায় কারাবাস, নানা কুটিলতা ও মৃত্যুভয়ের মাঝেও অবিচল থাকা, সব মিলিয়ে তিনি যেন মৃত্যুঞ্জয়ী এক যোদ্ধা। কারাগারে স্লো পয়জনিং-এর শঙ্কা থাকা সত্ত্বেও সাহস হারাননি তিনি। অসুস্থ সন্তানের প্রতি মমতা থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা ভেবে বিদেশে যাননি কিংবা সন্তানের কাছে ছুটে যাননি। তাঁর দেহে নানা রোগ বাসা বাঁধলেও দেশপ্রেমে অটুট থেকেছেন তিনি।
কনক চাঁপা আরও লেখেন, আমাদের গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী, অকুতোভয় মৃত্যুঞ্জয়ী এই যোদ্ধা আজও অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। এখন পুরো দেশের মানুষের একটাই প্রার্থনা, “আল্লাহ, আপনি তাঁকে সুদীর্ঘ নেক হায়াত দিন এবং আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সুন্দর বিজয় দেখার তৌফিক দিন।”

খালেদা জিয়ার সুস্থতার জন্য ন্যান্সির দোয়া
আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন, ‘এই কঠিন সময়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই গুরুতর অবস্থা কাটিয়ে উঠতে পারেন।’

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।