মঞ্চে দুই ছেলেদের সঙ্গে আবেগঘন শাকিরা
প্রথমবার দুই ছেলেকে নিয়ে মঞ্চ মাতালেন কলম্বিয়ান পপ সংগীতশিল্পী ও মডেল শাকিরা। দুই ছেলে মিলান ও শাশা কনসার্টে মাইক হাতে মা শাকিরার সঙ্গে গান গাইলেন। মা ও সন্তানদের গানের এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাকিরা নিজেই সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। গত ৯ ডিসেম্বর আর্জেন্টিনার এক স্টেডিয়ামে হয় এই কনসার্ট।

হাজারো দর্শকের সামনে গান পরিবেশন
রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, বুয়েনোস আইরেসের হাজারো দর্শকের সামনে শাকিরা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করছেন। স্টেজে জলমলে আলোকসজ্জা, দর্শকের উচ্ছ্বাস আর শাকিরার মন মাতানো পারফরমেন্সে জমে উঠে পুরো অনুষ্ঠান।
বুয়েনস আয়াস মাতালেন শাকিরা পরিবার
শাকিরা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বুয়েনস আয়ার্স, এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ যা আমাদের চিরকাল মনে থাকবে। আমার বাচ্চাদের সাথে গান গাওয়া এবং তাদের ভেতরে যে গানগুলো বহন করে তা প্রকাশ করা একটি ম্যাজিক ছিল; যখন পুরো পরিবারকে গান গাইতে এবং একসঙ্গে দেখা যায়!’
পোস্টের পরপরই এটি ভাইরাল হয়ে যায়। পারিবারিক উপস্থিতিকে শাকিরার জীবনে মানবিক দিকের প্রশংসা করেন ভক্তরা।শাকিরার এই বিশ্বভ্রমন ট্যুর ২০২৫ সালে বিভিন্ন দেশে আয়োজিত হচ্ছে। বুয়েনোস আইরেসের কনসার্টটি ছিল ট্যুরের অন্যতম আলোচিত রাত। যেখানে তার পরিবারই ছিলো আলোচনার কেন্দ্রবিন্দু।