খালেদা জিয়া দু একবার চোখ খুলে তাকাচ্ছেন: কনকচাঁপা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে না পারলেও কথা বলেন ফাতেমার সঙ্গে। তিনি তাকে জানান, খালেদা জিয়া নল দিয়ে খাবার-ওষুধ খাচ্ছেন । আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কনকচাঁপা জানান, খালেদা জিয়া দু’একবার চোখ খুলে তাকাচ্ছেন। তিনি জানান, “আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। বিশ্বাস করি, এত মানুষের মধ্যে কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন।” তিনি বলেন, “ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় করা ঠিক না। এ কথা মনে রেখে দোয়া করে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মন আর মানলো না। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম। যে রুমে ম্যাডাম এতদিন ছিলেন, এখন তিনি সেখানে আইসিইউতে আছেন।”

কড়া নিরাপত্তার মধ্যেও কয়েকজনের সঙ্গে কথা হয়। ডা. জাহিদ হোসেন, শিমুল বিশ্বাস, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দীন আলমসহ দলের কয়েকজন নেতার সঙ্গেই দেখা হয়। এছাড়া শাহিনা খান জামান, ব্যারিস্টার মেহনাজ মান্নান ও শর্মিলা রহমানের কাছ থেকেও ম্যাডামের অবস্থা জানার চেষ্টা করি।