শবনম ফারিয়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক ও টেলিফিল্মে সাবলীল অভিনয়ের জন্য দ্রুতই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘দেবদাসী’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কন্ট্রাক্ট’সহ একাধিক জনপ্রিয় নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিশেষ নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজের মাধ্যমে তিনি এখনো দর্শকের মাঝেই সক্রিয় রয়েছেন তিনি।

দ্বিতীয় বিয়ের পর থেকেই আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গত সেপ্টেম্বরে মসজিদে বিয়ে সম্পন্ন করা, এরপর ব্যক্তিগত কিছু বক্তব্য সব মিলিয়ে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় নানা বিতর্ক। তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই সেই সব জল্পনার জবাব দিলেন অভিনেত্রী।

ফারিয়া জানান, মসজিদে বিয়ের সিদ্ধান্তটি তার কিংবা তার স্বামীর ব্যক্তিগত পরিকল্পনা ছিল না। পুরো বিষয়টি পরিবার থেকেই নির্ধারিত হয়েছে। তিনি বলেন, বাবা না থাকায় জীবনের বড় সিদ্ধান্তগুলো নিতে হয় মা, বড় দুই বোন ও বোনজামাইয়ের সম্মতি নিয়েই। বিয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
বিয়ের খবর গোপন রাখার প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। ফারিয়ার ভাষ্য, তিনি চেয়েছিলেন বিষয়টি পরে শুধু বিবাহোত্তর সংবর্ধনার মাধ্যমেই সবাইকে জানাতে। কিন্তু আগেভাগেই খবর ছড়িয়ে পড়ায় অনেকেই বিষয়টি মানসিকভাবে প্রস্তুত অবস্থায় নিতে পারেননি। পরে স্বামীর পরামর্শেই ফেসবুকে বিয়ের বিষয়টি প্রকাশ করেন।

স্বামীর বয়স নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, সেগুলোর উত্তরও দিয়েছেন সরাসরি। ফারিয়া বলেন, তার স্বামী শারীরিকভাবে ভীষণ ফিট থাকায় বয়স বোঝা যায় না। বাস্তবে তিনি তার চেয়ে বয়সে বড় হলেও সেটি চেহারায় প্রকাশ পায় না বলেই এত আলোচনা তৈরি হয়েছিল।