মামলায় আসামি কয়েক প্রতিষ্ঠান ও ২৭ ব্যক্তি
বিতর্ক আর ব্যক্তিগত সমস্যায় জর্জরিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এবার আদালতে মামলা করলেন শিল্পা শেঠি। ছবি ও নামের অনুমতি ছাড়া ব্যবহার রোধে বম্বে হাইকোর্টে মামলা করেন তিনি। কয়েকটি ওয়েবসাইট ও ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

কোন অভিযোগে মামলা করলেন শিল্পা শেঠি
শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।
অনুমতি ছাড়া ছবি ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ
শিল্পার আইনজীবী সানা রঈস খান জানান, “দশকের পর দশক পরিশ্রম করে শিল্পা শেঠি নিজের পরিচিতি গড়ে তুলেছেন। কোন সংস্থা বা ব্যক্তি তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার তার মর্যাদা ও সুনামকে নষ্ট করছে”। ফলে আইনি পথে হাঁটছেন বলিউডের এই তারকা।

শিল্পা শেঠির আগে বলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশানের মতো প্রবীণ অভিনেতারাও নিজেদের ‘প্রোটেকশন অব পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতে যান।