Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

নারীর প্রতি সহিংসতা জাতীয় সংকট: বাঁধন

নীরবতা ভেঙে সোচ্চার হওয়ার আহ্বান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের যেসব তারকা সোচ্চার ছিলেন বাঁধন তাদের একজন। বরাবরই খোলামেলা ও সাহসী আলোচনার জন্য সংবাদের শিরোনামে জায়গা করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি পর্দায় উপস্থিতি কম থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আজমেরী হক বাঁধন। মঙ্গলবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাস দেন বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতা ব্যক্তিগত নয়, এটি জাতীয় সংকট। প্রতিটি পরিবারকে এর দায়িত্ব নিতে হবে’।

নীরবতা ভেঙে সোচ্চার হওয়ার আহ্বান

স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘সন্তানদের সম্মানবোধ শেখান। সহিংসতা দেখলে মুখ খুলুন’। সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান এই অভিনেত্রী।

সহায়তায় ১০৯ হেল্পলাইনে কলের পরামর্শ

ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ-সমাবেশ চলছে। নির্যাতন প্রতিরোধ ও দ্রুতবিচার নিশ্চিতের পাশাপাশি বিপদগ্রস্ত নারীদের সহায়তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়টিও এখন আলোচনায়। অভিনেত্রী বাঁধন তার স্ট্যাটাসে লিখেন, ‘আপনি যদি সহিংসতার মুখোমুখি হন, আপনি একা নন। সহায়তার জন্য ১০৯ হেল্পলাইনে কল করুন’।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। অভিনেত্রী বাঁধন লেখেন, ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে শুধু সচেতনতা বৃদ্ধি নয়, সমাজকে বদলাতে সক্রিয় ভূমিকা নিন। নীরবতা ভাঙুন, সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান।’

২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পথচলা শুরু বাঁধনের। ক্যারিয়ারে ‘নিঝুম অরণ্যে’, ‘রেহানা মরিয়ম নূর’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউডের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’-তে দারুণ অভিনয় করেছিলেন বাঁধন। প্রশংসিত হয়েছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং ‘গুটি’ নামে দুটি ওয়েব সিরিজে অভিনয় করেও। মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্ল্যাশ ফিকশন নিয়ে আসছেন তানজিয়া জামান মিথিলা

সপ্তাহের শেষ কর্মদিবসের রাত অনেকের কাছেই বিরতির মতো বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু ফুরফুরে সময়। কিন্তু সেই মুক্ত…

আতিফ আসলামের কনসার্ট নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ!

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ ঢাকার সংগীতপাগল তরুণদের জন্য আসছে আবারো বিশেষ এক সন্ধ্যা।…
আতিফ আসলামের কনসার্ট নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ!
0
Share