Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ – উত্তেজনাপূর্ণ মিস্ট্রি ড্রামা

মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’
মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’

অপ্রত্যাশিত ঘটনার গল্প ‘থার্সডে নাইট’

সপ্তাহের শেষ কর্মদিবসের রাত অনেকের কাছেই বিরতির মতো বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু ফুরফুরে সময়। কিন্তু সেই মুক্ত সন্ধ্যা কখনও কখনও অপ্রত্যাশিত ঝামেলার দরজাও খুলে দেয়। এমনই এক রাতের নিয়ন্ত্রণহীন ঘটনার রহস্যঘেরা পরিণতি ঘিরেই নির্মিত হয়েছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ নির্মিত হয়েছে রহস্য, উত্তেজনা ও অপ্রত্যাশিত ঘটনার মিশেলে। সপ্তাহের শেষ কর্মদিবসের এক রাতে ঘটে যাওয়া নিয়ন্ত্রণহীন পরিস্থিতির রহস্যঘেরা পরিণতি তুলে ধরেছে এই মিস্ট্রি ড্রামা।

মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’

ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার এই কনটেন্ট সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। গল্পে দেখা যাবে একটি পার্টির পর কিছু বন্ধু নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলে, আর সেই খালি জায়গাটিই পুলিশের তদন্তের মূল সূত্রে পরিণত হয়।

ফ্ল্যাশ ফিকশনটিতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ আরও অনেকে। পুলিশের চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহিকে। তিনি জানান, পহেলা বৈশাখেই এই চরিত্রের শুটিং করেছিলেন। সকালে ‘আসামি পেটানো’র দৃশ্যে অভিনয় শেষ করেই একই সাজে দুপুরে উৎসবে যোগ দেন।
সামিরা বলেন, “মিথিলার জন্যই কাজটি করেছি। ওর সঙ্গে কাজ নিয়ে আলোচনা হতো সবসময়। সুযোগ আসার পর আর ফিরিয়ে দিইনি।”

মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’
মিথিলার ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’

ছাত্রজীবনের রাফ-টাফ, হালকা রোমান্টিক একটি চরিত্রে অভিনয় করেছেন ফররুখ রেহা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “জাহিদ প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিনের। তিনি যেমনটা চেয়েছেন সেভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গল্পটা এবং আমার চরিত্র দুটোই আলাদা স্বাদের, তাই কাজ করতে খুব ভালো লেগেছে।”

‘থার্সডে নাইট’ এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।

ফ্ল্যাশ ফিকশনটি মুক্তি পাবে ২৬ নভেম্বর রাত ১২টায়, একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম- জেফার

জেফার রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জেফার রহমান মানেই এক ভিন্ন সুরের নাম। গানের ধরণ, স্টাইল, ফ্যাশন সব…
মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম- জেফার

‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে গেলেন দিতিপ্রিয়া

ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া রায় ওপার বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আলোচিত দ্বন্দ্বের অবসান…
'চিরদিনই তুমি যে আমার'

মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার অভিযোগ মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে প্রতারণার অভিযোগে মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি…
মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা
0
Share