Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন

মিথিলাকে ভোট দেওয়ার আজ শেষ দিন
মিথিলাকে ভোট দেওয়ার আজ শেষ দিন

৭৪তম মিস ইউনিভার্স

আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন । চলমান ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন মিথিলা। অংশগ্রহণ করার আগে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ জিতেছিলেন তিনি। এরপরেই তার এই বিশ্বযাত্রা।

মিথিলা র‍্যাম্প মডেল হিসেবেই তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া’-তে মুকুট জেতেন। পরে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স’ নির্বাচিত হন মিথিলা। যদিও সেবার সময়স্বল্পতা ও কোভিড মহামারির কারণে মূল আসরে যাওয়া হয়নি।

আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন

এরপর ২০২৫ সালে আবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ জিতে সুন্দরী প্রতিযোগিতাটির মূল আসরে অংশ নিতে থাইল্যান্ড যান মিথিলা।

মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়েছেন মিথিলা। এই দুই সপ্তাহে মিথিলা শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার কৌশল। এ নিয়ে তিনি বললেন, ‘এখানে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। সিস্টারহুড তৈরি করে কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে হয়, শিখেছি। সবচেয়ে বড় বিষয়, মিস ইউনিভার্স আমাকে একটা নতুন মানুষ হিসেবে তৈরি করেছে। আমার যোগাযোগের দক্ষতা বাড়িয়েছে।’  

আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন

বাংলাদেশের মানুষের পাশে থাকা নিয়ে মিথিলা বললেন, ‘বাংলাদেশের মানুষ এভাবে সাপোর্ট করবে এটা সত্যিই অবিশ্বাস্য। মনে হচ্ছে আমরা ভালো কিছু করব।’ পিপলস চয়েসে ভোটিংয়ে ৫ নম্বরে জায়গা করার পর থেকে বিনোদন অঙ্গনের সহকর্মী, বন্ধু ও আত্মীয়রা সমর্থন জানিয়েছেন।‘

পিপলস চয়েসের ভোটিংয়ে নিয়ে মিথিলা বলেন, ‘এক নম্বরে ছিলাম, এখন দুই নম্বরে বাংলাদেশ। ভাবা যায়! আমরা দেখিয়ে দিছি, বাঙালিরা চাইলে কতটা এগোতে পারে। কাল (বুধবার) শেষ দিন। আশা করি, আবার বাংলাদেশ এক নম্বরে যাবে। মানুষের ভালোবাসা থাকলে অসম্ভব কিছু নেই।’

মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন

এদিকে পিপলস চয়েসে আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন। ভোট দেয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’ সেকশনে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করে প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও ভোট দেওয়া সম্ভব। পিপলস চয়েসে ১ নম্বরে থাকলে সরাসরি সেরা ৩০-এ পৌঁছে যাবেন মিথিলা।

আজই তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার শেষ দিন

২১ নভেম্বর ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল। মিথিলা জানালেন, ‘এটা একটা প্রতিযোগিতা। ফলাফল তো একটা আসবেই। ফলাফল যা–ই হোক, আমি খুবই খুশি। কারণ, দেশের মানুষ আমাকে ভালোবাসছে—এটাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই আগামী পথচলা শুরু করব।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম- জেফার

জেফার রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জেফার রহমান মানেই এক ভিন্ন সুরের নাম। গানের ধরণ, স্টাইল, ফ্যাশন সব…
মঞ্চের আলো নয়, আড়ালেই লুকিয়ে থাকে আসল পরিশ্রম- জেফার

‘চিরদিনই তুমি যে আমার’ থেকে সরে গেলেন দিতিপ্রিয়া

ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া রায় ওপার বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আলোচিত দ্বন্দ্বের অবসান…
'চিরদিনই তুমি যে আমার'

মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার অভিযোগ মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে প্রতারণার অভিযোগে মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি…
মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা
0
Share