‘সোলজার’ কপি নাকি অনুপ্রেরণা প্রশ্ন ভারতীয় মিডিয়ার
আবারো আলোচনায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমা। একদিনে শাকিবের নতুন লুক অন্যদিকে, তানজিন তিশার ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক আগ্রহ তুঙ্গে। ঠিক এমন সময়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করছে, শাখরুখ খানের ছবির অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের ‘সোলজার’ সিনেমা। ফলে ‘সোলজার’ সিনেমা নিয়ে শুরু হয়েছে কপি বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের দাবি, দীর্ঘ সিনেমা জীবনে শাকিব খান ভক্তদের কাছে ‘কিং খান’ নামে পরিচিত। আর শাহরুখ খানকে তার ভক্তরা ৩০ বছর ধরে একই নামে ডাকছে। এবার শোনা যাচ্ছে, শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন।
আনন্দবাজারের দাবি, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের ছবি ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও আছেন দুই অভিনেত্রী তানজিন তিশা ও ঐশী। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের মতো।

ফার্স্ট লুক প্রকাশের পর আলোচনায় তিশা
শাকিব খানকে এই সিনেমায় দেখা যাবে একজন দেশপ্রেমিক হিসেবে। তিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। সিনেমাটি অ্যাকশন ও ড্রামা ঘরানার। শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। সম্প্রতি তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, তিশার পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির।