Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

মিস ইউনিভার্স বিজয়ীর পুরস্কার তালিকা – কি কি পান তারা?

মিস ইউনিভার্স বিজয়ীর পুরস্কার তালিকা

মিস ইউনিভার্সের বাজেট ১০০ মিলিয়ন ডলার!

মিস ইউনিভার্সের ৭৪তম আসর চলছে। এবার সুন্দরী প্রতিযোগিতার আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে।বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন তিনি। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার।  বিজয়ী হওয়ার পরের এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।  একজন মিস ইউনিভার্স স্বপ্নের মতো জীবনযাপনের সুযোগ পান। মিস ইউনিভার্স বিজয়ীর পুরস্কার তালিকা জানলে আপনি অবাক হবেন ! টাকা, মুকুট, বাসস্থান, চুক্তি, ভ্রমণ সুবিধা ও এক বছরের সম্মানজনক দায়িত্বসহ সম্পূর্ণ পুরস্কার তালিকা জানুন এখানে।

এক বছরের বেতন পান ৩ কোটি টাকা

মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়।  যা বাংলাদেশি টাকার অংকে ৩ কোটির বেশি।

মিস ইউনিভার্স বিজয়ীর পুরস্কার তালিকা

নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

মিস ইউনিভার্সের বিজয়ীকে এক বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়।  অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্সের বিজয়ীরা সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

ব্যক্তিগত উড়োজাহাজ

মিস ইউনিভার্স বিজয়ীর পরের এক বছরের বাজার, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না।  একটি ব্যক্তিগত উড়োজাহাজ দেওয়া হয়। সেটিতে করে তিনি বিশ্বের যেকোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন।  আগে কেবল ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হয়।  প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

মিস ইউনিভার্স বিজয়ীর পুরস্কার তালিকা

দাতব্য কাজে অংশ নিতে হবে মিস ইউনিভার্সকে

মিস ইউনিভার্সের পক্ষ থেকে শর্ত থাকে, যেখানেই যান  কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে।  এর বাইরে মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।  এছাড়া মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে।  খাবার জিনিস থেকে পোশাক সবই পাবেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘সোলজার’ সিনেমা কপি বিতর্কে

‘সোলজার’ কপি নাকি অনুপ্রেরণা প্রশ্ন ভারতীয় মিডিয়ার আবারো আলোচনায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমা। একদিনে শাকিবের…

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, পদত্যাগ করলেন দুই বিচারক

চূড়ান্ত পর্বের আগে মিস ইউনিভার্স ঘিরে তুমুল বিতর্ক থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর…
0
Share