১০ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তবে এখন তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যমকে সোহম জানিয়েছেন, ‘মিঠুন দা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাকে হালকা খাবার দেওয়া হয়েছে।’
এদিকে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘মিঠুন চক্রবর্তীর শরীরের ডান দিকের ওপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার মস্তিষ্কের প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন ও ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। মিঠুন চক্রবর্তী এ মুহূর্তে একজন নিউরো চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রো এন্টেরোলজিস্টসহ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
উল্লেখ্য, ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ের জন্য গত ২৯ জানুয়ারি থেকে কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। এসময় অভিনেতা তার ঘনিষ্ঠজনদের বার বার বলছিলেন যে তার শরীরটা ভালো লাগছে না। ১০ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন অচেতন হয়ে পরলে দ্রুত তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।