প্রায় সাড়ে সাত মাস পর মঙ্গলবার ৫ আগস্ট সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা। সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা। তবে দেশে ফিরেই তার সন্তান আয়াশকে চমক দিলেন অপূর্ব।
১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন অপূর্ব। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ছেলে আয়াশের রুমে গিয়ে বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের বিছানায় গিয়ে ঘুমন্ত ছেলের কপালে আলতো করে চুমু দেন তিনি। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় ছেলের। ১ সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে থাকার পরে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেন ছোট্ট আয়াশ।
বাবা-ছেলের এমন আবেগঘন মুহুর্তে দেখে কমেন্ট বক্সে অভিনেতা ইয়াশ রোহান লিখেছেন, ‘সেই এক সেকেন্ডের বিরতি আর আলিঙ্গন! আমার দিনটা অনেক সুন্দর করে দিল! কী অসাধারণ মিষ্টি একটা ভিডিও!”
এছাড়াও কমেন্ট বক্সে প্রবীন অভিনেতা আজম খান লিখেছেন, ‘অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।’
অভিনেতা অপূর্ব জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। এরই ফাকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়ে শেষ করতে চান। স্ক্রিপ্ট পড়া শেষে সিদ্ধান্ত নেবেন নতুন কাজের।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। জনপ্রিয় হয়েছিল সিরিজটি। শোনা যাচ্ছে, শিহাব শাহীনের পরিচালনায় ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরবেন অভিনেতা। বেশ কিছু নাটকের কাজও রয়েছে অপূর্বর হাতে।