অভিনয়ের সুযোগ পেয়েও শেষমেশ তা হাতছাড়া হয়ে যান সবিতা ধুলিপালা। এমনকি তার জায়গায় সুযোগ পেয়েছিল একটি কুকুর! হ্যাঁ, ঠিকই শুনছেন—এমন এক ঘটনা ঘটে, যা শুনে অবাক হতে হয়। নাগা চৈতন্যর স্ত্রীর সঙ্গে বাস্তবেই এমন হয়েছিল। এটি নিজেই প্রকাশ করেন সবিতা, এবং এই খবরটি হিন্দুস্তান টাইমসেও প্রকাশিত হয়েছে।
একটি বিজ্ঞাপনচিত্রের জন্য প্রাথমিকভাবে সবিতাকে নির্বাচিত করা হয়। সবিতা এক সাক্ষাৎকারে জানান, “রাত সাড়ে ১১টার সময় আমাকে ফোনে অডিশন দেওয়ার জন্য ডাকা হয়। বিষয়টি খুব অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু আমি গিয়ে অডিশন দিলাম।” এরপর তিনি সেই বিজ্ঞাপনচিত্রের জন্য সুযোগ পান এবং জানানো হয়, শুটিং হবে গোয়ায়। প্রথম দিন শুটিং ভালভাবেই চলে, তবে দ্বিতীয় দিন ক্যামেরায় কিছু গোলমাল হয়। তাই অন্য দিন শুটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়, বলেন সবিতা।
পরবর্তী দিন শুটিংয়ে গিয়ে সবিতা চমকে ওঠেন। জানতে পারেন, তার ভাবমূর্তি পণ্যের সঙ্গে পুরোপুরি খাপ খাচ্ছে না। অবশেষে, সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু, অবাক করা বিষয় হল—তার পরিবর্তে কোনো মডেল বা অভিনেত্রী নেওয়া হয়নি, বরং একটি কুকুরকে শুটিংয়ে আনা হয়।
এ বিষয়ে সবিতা নিজেই বলেন, “আমাকে বলা হয়েছিল, আমি নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী, যা পণ্যের ভাবমূর্তির সঙ্গে একদমই খাপ খায় না। তাই আমার জায়গায় একটি কুকুরকে আনা হয়। তবে আমি আমার পারিশ্রমিক পেয়েছিলাম।”
এই ঘটনা শুনে অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত নেহা ধুপিয়া ও জিম সার্ভও।