এবারের পবিত্র ঈদুল ফিতরে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা তার মধ্যে অন্যতম। সিনেমাটির প্রচারে যোগ ইতিমধ্যেই যোগ দিয়েছেন নির্মাতা–শিল্পীরা। ছবির প্রচারে ১৮ মার্চ মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন সিনেমাটির নায়িকা বুবলী। তিনি লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’
১৯ মার্চ সকাল পর্যন্ত প্রায় ৩১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে পোস্টে। প্রায় সাড়ে ৬ হাজার মন্তব্য এসেছে। নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন বুবলীর এই বাঙ্গালীয়ানা দেখে আবার অনেকেই সমালোচনা করে লিখেছেন লুঙ্গির সাথে জংলি মিলিয়ে লুঙ্গি পড়াদের হেয় করলেন নাতো বুবলী।
‘জংলি’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। দেখা গেছে প্রার্থনা ফারদিন দিঘিকে। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনও রহস্যাবৃত। প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান।