এবার শতাধিক রিকশাচালককে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘রিকশা গার্ল’ সিনেমার এক বিশেষ প্রদর্শনীতে। সিনেমাটি রিকশাচালক সংক্রান্ত গল্পের হওয়ায় রিকশাচালকদের জন্য বিশেষ এই শো’য়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমা হাউজে বিশেষ এই প্রদর্শনীটি হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে সিনেমার নির্মাতা-শিল্পীদের পাশাপাশি শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন। সিনেমাটির গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে যে কিনা ছবি আঁকতে পছন্দ করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। এভাবেই চলতে থাকে গল্প। আর এইভাবে আগাতে থাকে সিনেমার গল্প।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে । এটি নির্মাণ করেছেন ‘আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
রিকশা গার্ল’-এ নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।