নায়ক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিলেও বলিউড বাদশাহ শাহরুখ খান ‘অভিনেতা’ হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন খল-নায়ক রূপে পর্দায় ধরা দিয়ে। তাইতো এ কিং খানের অল টাইম ব্লকবাস্টার সিনেমা হলো ‘বাজিগর’। যেখানে তিনি খল-নায়ক হিসেবেও মন জয় করেছিলেন দর্শকদের। এবার আরও একবার ‘বাজিগর’ সিনেমায় দেখা যেতে পারে শাহরুখকে। এজন্য কেবলমাত্র দরকার অভিনেতার সম্মতি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ‘বাজিগর’ সিনেমার রোমাঞ্চকর সেই ইতিহাস আবারও দর্শকদের সামনে ফিরিয়ে আনতে চান প্রযোজক রতন জৈন।
‘বাজিগর’ সিনেমার দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘বাজিগর টু নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।’
রতন আরও বলেন, ‘১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত এই সিনেমাটি হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস তৈরি করে। এই সিনেমার দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজিয়ার ব্যাপার হবে। চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনও কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে আগাবো এবং খুব শীঘ্রই দর্শকদের সামনে আসবো ‘বাজিগর ২’ নিয়ে।’
প্রসঙ্গত, বলিউডের সেরা পরিচালক জুটি আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। সুপারস্টার হওয়ার যাত্রায় এ সিনেমাকেই বলা হয়ে থাকে শাহরুখ খানের ক্যরিয়ারের মাইলফলক। দর্শকদের মতে, অভিনেত্রী শিল্পা শেঠি এবং কাজলের বিপরীতে শাহরুখের অভিনয় ছিল সত্যি প্রশংসার যোগ্য। ‘বাজিগর’ ছবির জন্য শাহরুখের বদলে প্রথমে অনিল কাপুরকে ভিকির চরিত্রে কল্পনা করা হয়। কিন্তু অনিল তখন ব্যস্ত ছিলেন অন্য সিনেমার শুটিং নিয়ে। ফলে তিনি এই অফার ফিরিয়ে দেন। এরপর শাহরুখ খানকে চূড়ান্ত করা হয় ভিকি চরিত্রের জন্য। বাকি কাহিনী হিন্দি সিনেমার ইতিহাসের পাতা থেকে সকল সিনেপ্রেমীদেরই জানা।