প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। তাই ভারতের পাশাপাশি দেশীয় ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার কেবল পোস্টারের দিকে তাকিয়ে থাকা নয়, ২৫ জানুয়ারি সিনেমা হলে গিয়েই ‘ফাই’টার’ উপভোগ করতে পারবে বাংলাদেশের দর্শক। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
১৪ জানুয়ারি ছবিটি আনার ব্যাপারে আবেদন করেছেন অনন্য মামুন। সেন্সর পেলে ভারতের সাথে একই দিনে ছবিটি বাংলাদেশে মুক্তি দেবেন।
নিজের ফেসবুকে তিনি আরও জানান, “এই প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা থ্রিডি ও টুডিতে একসাথে উপভোগ করার সুযোগ পাবেন।”
উল্লেখ্য, এর আগে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট দেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডাংকি’।