দশমীর ঠিক আগের দিন প্রভুর নামে মুক্তি পেলো বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’-এর প্রথম গান। কারণ গানের নামই- ‘লেকে প্রভু কা নাম’। সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি তো আছেই। পাশাপাশি এই গানের নতুন চমক হলো গায়ক অরিজিৎ সিংয়ের সাথে সালমানের মন-কষাকষি দূর হয়ে একসাথে কাজ করা।
অরিজিতের কণ্ঠে তুরস্কের কাপাডোসিয়ার মত স্বপ্নের শহরে কোমর দোলাচ্ছেন সালমান-ক্যাটরিনা। ফলাফল- ১ ঘন্টার মাঝেই ইউটিউবে গানটি ছাড়িয়ে যায় মিলিয়ন ভিউ! পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঘড়ির কাটা যখন ২৩ তারিখ সকাল ১১টা, তখনই প্রকাশ করা হয় যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’-র গানটি। এরপর থেকে সেকেন্ডে সেকেন্ডে বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা।
বলিউডে সালমান-ক্যাটরিনা জুটির ম্যাজিক দর্শকরা দেখে আসছেন ১৮ বছর ধরে। ‘জাস্ট চিল’ থেকে শুরু। হিট গানের সংখ্যা তারপর থেকে অনেক। এর পরেও যতবারই তারা পর্দায় আসেন, ততবারই মুগ্ধ হয় দর্শক। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির আগের দুইটি সিনেমায়ও এই জুটির গান ছিল দর্শকদের মুগ্ধতার অন্যতম কারণ। এবারও যে এর ব্যতিক্রম নয়, ‘লেকে প্রভু কা নাম’ গানের ভিডিওর ভিউ সংখ্যা দেখলেই তা ভালোমত টের পাওয়া যাচ্ছে।
কবির খানের পরিচালনায় ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। সেই ছবির ‘মাশাআল্লাহ’ শীর্ষক বিশেষ গানটির প্রত্যেক মুভই দোলা দিতে সক্ষম হয় দর্শকদের। মরক্কোর লোকেশনের ন্যায় থিমে তখন মুম্বাইতেই শুটিং করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায় ২০১৭ সালে। ছবির পরিচালনায় ছিল আলী আব্বাস জাফর। এই ছবিটির ‘সোয়াগ সে সোয়াগাত’ গানটিও সাড়া ফেলে দারুণভাবে। আর সিক্যুয়েলেই ভারত থেকে বের হয়ে আসল লোকেশনে করা হয় গানটির শুটিং। লোকেশন ছিল ইউরোপের গ্রিসে।
আর এবার মনীশ শর্মার পরিচালনায় মুক্তির অপেক্ষায় আছে ‘টাইগার থ্রি’ সিনেমা । মরক্কোর জমজমাট লোকেশনে শুটিং হওয়া প্রথম গানেই ছবি নিয়েও প্রত্যাশা আরও বাড়িয়ে দিল দর্শকদের। গানটি যদি এই জুটির ক্যারিয়ারের সেরা ডান্স নম্বরেও পরিণত হয়, তাহলেও হতচকিত হবেন না ভক্ত ও অনুরাগীরা।