বলিউডের বিখ্যাত কাপুর বংশের প্রথম শিক্ষিত কাপুর বলা হয় রণবীর কাপুরকে।
এ নিয়ে তারা নিজেরাই ঠাট্টা করেন। রাজ কাপুরের বংশের সকলেই অল্প বয়স থেকে সিনেমাতে কাজ করা শুরু করেন। রাজ- শাম্মী- শশি কাপুরের বাবা পৃত্থী রাজ কাপুরও তাই। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা।
একারণেই হাইস্কুল শেষ না করেই কাজে তারকা বনে যান তারা। আবার কারিশমা কাপুর, কারিনা কাপুরও একই ভাবে পড়াশোনার পাট না চুকিয়েই ফিল্মে সিংহাসন কব্জা করেন। এর মাঝে ঋষি কাপুর- নিতু সিংয়ের বড় সন্তান রণবীর কাপুর প্রথম যে টুয়েলভথ পাশ করেন। তার নম্বর ছিল ৫৬.৪ শতাংশ।
তাতেই পরিবারে খুশির জোয়ার! রণবীর নিজেই বলেন, ‘দাদী খুশি হয়ে পার্টি দিয়েছিলেন। এত নম্বরে এতো খুশি, আমি নিজেই হিসাব মেলাতে পারিনা’..
তবে রণবীরের পরে কাপুর পরিবারের সকলেই শিক্ষাকে বলিউডের পাশাপাশি গুরুত্ব দিয়েছে।