দর্শকপ্রিয় টেলিভিশন প্রোগ্রাম ‘সারেগামাপা’-র মঞ্চের নতুন এক কাহিনী নিয়ে নেট দুনিয়ায় বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে সপ্তপর্ণী বসুর পারফর্ম্যান্সের পর থেকে বিচারক অন্তরা মিত্র যেন নেটিজেনদের টার্গেটে।
জানা গেছে, অনুষ্ঠানের একটি পর্ব থেকে সপ্তপর্ণী বাদ পড়েছে খুব কম নম্বর পেয়ে। মাত্র ২২ নম্বর পেয়ে বাদ পড়লেও বিতর্ক তা নিয়ে নয়। বিতর্ক শুরু হয়েছে যখন বিচারকের আসনে বসা অন্তরা সেই প্রতিযোগীর ভুল শুধরে দিতে কিছু কথা বলেন। যে কথাগুলো বলে তিনি ভুল শুধরে দিয়েছেন তা মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের।
এপিসোডটিতে দেখা যায়, অন্তরা সপ্তপর্ণীকে ‘তুই’ বলে সম্বোধন করে কথা বলছেন। অন্তরার থেকে সপ্তপর্ণী বয়সে অনেক ছোট হলেও বিষয়টি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন অনেকেই। অনেক নেটিজেনের ধারণা, একজন প্রতিযোগীর প্রতি সম্মান দেখানো একজন বিচারকের কর্তব্য। অন্তরার এখানে ‘তুমি’ বলে সম্বোধন করে কথা বলা উচিত ছিল।
এরপর অন্তরার কথা বলার ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তিনি নিজে একটি লাইন গেয়ে বোঝাতে চেয়েছিলেন যে সপ্তপর্ণী ঐ দুটি লাইনে একটু বেশিই অভিনয় করে ফেলেছেন। অন্তরার কথাগুলো ছিল এমন, ‘এটা বয় গার্ল সঙ ছিল না, এটা ম্যান-ওম্যান সঙ ছিল। সেই ব্যাপারটা রাখতে হতো..’। অর্থাৎ গানটি আরও পরিণতভাবে গাইতে হত।
তবে এই বিষয়ে অনেক নেটিজেনরা বলছেন অন্তরার থেকে প্রতিযোগীই সুন্দর করে গেয়েছেন গানটি। সব মিলিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন অন্তরা। যদিও নেটিজেনদের কয়েকজনকে আবার অন্তরার পাশে দাঁড়াতেও দেখা গেছে।