প্রকাশ্যে এসেছে নতুন বছরে মুক্তির আশায় থাকা বলিউড ভাইজান, সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার টিজার। যেখানে ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে ধরা দিয়েছেন বলিউড সুলতান।
৫৯ বছরে পা দিয়ে নিজের জন্মদিনের উপহার হিসেবে ‘সিকান্দার’ সিনেমার টিজার প্রকাশ্যে আনলেন সালমান খান। এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ যে একটি অ্যাকশনপ্যাকড সিনেমা হতে যাচ্ছে তার উত্তর মিলেছে টিজারেই।
১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন ‘সিকান্দার’ সালমান।
উল্লেখ্য, গত বছরে নিজের ব্যক্তিগত জীবনে চলমান অস্থিরতার মাঝেও সিনেমার কাজ চালিয়ে গেছেন ভাইজান। ‘সিকান্দার’ সিনেমায় সালমানের পাশাপাশি দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।