আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
২৭ নভেম্বর বিকেলে গুলশানে বিএনএম-এর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন ডলি। পাশাপাশি তিনি দলটির হয়ে আসন্ন নির্বাচনের প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
বিষয়টি নিয়ে গায়িকা জানান, “পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদার বাড়ি। আমি এতদিন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। এবার নিজ এলাকার জন্য কিছু করতে চাই। আর এবারই আমি প্রথম রাজনৈতিক কোনো দলে যোগ দিলাম।”
বিএনএম-এর মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহ্জাহান দলটির পক্ষ থেকে বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে পরপর দুইবারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, ডলি সায়ন্তনী, অন্তর শোবিজের স্বপন চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ১০ জন যোগ দিয়েছেন বিএনএমে।”
আরও জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বিএনএম থেকে।