নচিকেতা চক্রবর্তীর বহুল চর্চিত ‘নীলাঞ্জনা’ গানটি মূলত বাংলাদেশের ব্যান্ড ‘ফিডব্যাক’ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বলে দাবী ক্যাকটাস ব্যান্ডের ভোকাল সিধু।
সম্প্রতি ‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে সিধু রায় নিজের ক্যারিয়ার ও বিশ্বসংগীতের নানা বিষয় নিয়ে আলাপ করা প্রসঙ্গে উঠে আসে নচিকেতা চক্রবর্তীর প্রসঙ্গ। এবং কণ্ঠশিল্পী বলেন, ‘নচিকেতার মতো শিল্পীর কিছু গানের সুরও অন্য গান থেকে অনুপ্রাণিত। নচি দা’র বহুল চর্চিত ‘নীলাঞ্জনা ১’ গানটি কিন্তু বাংলাদেশের ব্যান্ড ফিডব্যাকের একটি গান থেকে অনুপ্রাণিত।’
তার ভাষ্য, ‘রাজশ্রী’ অবশ্যই ইনফ্লুয়েন্সড। ‘নীলাঞ্জনা ১’ মানে ‘হাজার কবিতা/ বেকার সবই তা’ ফিডব্যাকের ‘দিন যায়’ গানের সুরের সঙ্গে অবিকল মিলে যায়।’ পরে ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সিধু।
সিধু রায়ের এই মন্তব্যের পরেই চটেছেন নচিকেতার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে কটুক্তি করছেন সিধুকে। যদিও সিধু রায়ের মন্তব্যে মাথাব্যথা নেই নচিকেতার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কেন রাগ করতে যাব? সিধুর যা মনে হয়েছে, সেটাই বলেছে ও।’