কথা ছিলো বিয়ের কিন্তু উল্টো প্রেমই ভেঙে গেলো। বলিউড কাপল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম ভাঙার কথা জানালো ভারতীয় গণমাধ্যম।
অনেক গণমাধ্যমেই এসেছিল, চলতি বছরই বিয়ে করবেন তামান্না ও বিজয়। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুই বছর প্রেম করার পর অবশেষে আলাদা হয়ে গেছেন এই জুটি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সপ্তাহখানেক হলো নাকি সম্পর্ক ভেঙেছেন তারা। তবে বিচ্ছেদ নিয়ে তামান্না বা বিজয় কেউই আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তারা। তবে তামান্না ও বিজয়ের বিচ্ছেদের কারণ জানা যায়নি।
২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’ এর শুটিংয়ে প্রেমে পড়েন তামান্না ও বিজয়। তখনই প্রেমের কথা স্বীকার করে নেন এই দুজন। তার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই একসঙ্গে দেখা যেত তাদের।
‘লাস্ট স্টোরিজ ২’ দিয়েই বলা যায় ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেন তামান্না। এরপর ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ দিয়েও আলোচনায় ছিলেন তামান্না। গানটি দীর্ঘ সময় ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল।
অন্যদিকে বিজয় এই সময়ের বলিউডের শীর্ষ তরুণ অভিনেতাদের একজন। গত বছর তার অভিনীত সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হ্যাইজ্যাক’ প্রশংসিত হয়।