বিনোদন জগতে মহিলাদের বিরুদ্ধে নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সব ইন্ডাস্ট্রিতেই ‘হেমা কমিটি’-র মত কমিটি থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বলিউডের অভিনেত্রী অনন্যা পান্ডে। পাশাপাশি তিনি কমবয়সি অভিনেতা-অভিনেত্রীদের পরামর্শ দিয়েছেন কথা কম বলে কাজে বেশি মনোযোগ দিতে।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উপস্থিত হন অনন্যা। সেখানেই তিনি কথা বলেছেন ‘হেমা কমিটি’ নিয়ে।
অনন্যা পান্ডে বলেন, ‘সব ইন্ডাস্ট্রিতেই হেমা কমিটির মতো পরিসর থাকা দরকার। ইদানীং কিছু বদল দেখা যাচ্ছে। কিছু প্রযোজক-পরিচালক চুক্তিপত্রে হেল্পলাইন নম্বর দিয়ে রাখছেন। কিন্তু আরও অনেক দূর আগাতে হবে। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারও নয়।’
এরপর কমবয়সি অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশে তিনি আহ্বান করেন, ‘শুধু কথা বললে হবে না। কাজ করে দেখাতে হবে। কথার চেয়ে কাজের জোর বেশি।’
প্রসঙ্গত, মালয়ালম ফিল্ম জগতে মহিলাদের অবস্থা নিয়ে বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে কেরালা সরকার। তারপর থেকে একের পর এক ‘মিটু’ অভিযোগ আসা শুরু হয়েছে। অভিযোগ তুলছেন কেরালার অনেক অভিনেত্রী। ফলে আরজি কর হ’ত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের মাঝেই এই ইস্যুটি নিয়েও শোরগোল পড়ে গেছে গোটা ভারত জুড়েই। মালয়ালম ইন্ডাস্ট্রির পাশাপাশি সরব হচ্ছেন টেলি অভিনেত্রীরাও।