Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

‘ওয়াক্স মিউজিয়ামে আসবে মাইকেল জ্যাকসন, তুমি রেডি থাকো’

মাইকেল জ্যাকসনের সাথে বাংলাদেশি গায়ক শুভ্রর দেখা

মাইকেল জ্যাকসন এবার ওয়াক্স মিউজিয়ামে, তুমি কি রেডি?

১৯৯৩ সালে বাংলাদেশি গায়ক শুভ্র দেবের সঙ্গে দেখা হয়েছে বিশ্ববিখ্যাত গায়ক পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সাথে। লস অ্যাঞ্জেলসে বিশ্বের সবচেয়ে বড় তারকার সঙ্গে দেখা হওয়ার স্মৃতি এখনো জেগে আছে একুশে পদক পাওয়া এই গায়কের স্মৃতিতে। মাইকেল জ্যাকসন তাকে জিজ্ঞেস করেছেন তোমার নামের বানান তুমি কিভাবে লিখো?

সে বছর আমেরিকার কয়েকটি রাজ্যে স্টেজ শো করতে গিয়েছিলেন শুভ্র দেব। লস অ্যাঞ্জেলেসেও একটা শো ছিল। সেখানে থাকাকালেই তাকে সুযোগটা করে দিয়েছিলেন ডিসকো রেকর্ডিংয়ের শাহীন রহমান।      

দেশের গণমাধ্যমকে শুভ্র দেব বলেন, ‘আমার সংগীতজীবনের সবচেয়ে সেরা একটি মুহূর্ত হয়ে আছে। লস অ্যাঞ্জেলেসের ওয়াক্স মিউজিয়ামে একটা কস্টিউম ট্রায়ালে মাইকেল জ্যাকসনের আসার খবর আগেই জানতে পেরেছিলেন শাহীন ভাই। জ্যাকসনের প্রতি আমার তীব্র ভালোবাসার কথাও তিনি জানতেন। আমাকে বললেন শুভ্র, মাইকেল জ্যাকসন আসবে, দেখা করবা নাকি?

এরপর এক রাতে বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডায় মারছেন শুভ্র দেব, এমন সময় রাত দশটার দিকে ল্যান্ডফোনে শাহীন রহমান বলেন, ‘কিছুক্ষণের মধ্যে ওয়াক্স মিউজিয়ামে আসবে মাইকেল জ্যাকসন। তুমি রেডি থাকো। আমি আসতেছি।’

শুভ্র দেব বলেন, ‘শাহীন ভাই আমাকে ড্রাইভ করে নিয়ে গেলেন। ওয়াক্স মিউজিয়ামের সামনে দেখলাম, বুলেটপ্রুফ টয়োটা একটা ভ্যান। অনেকে গাড়িটি ঘিরে আছে। পরিষ্কার মনে আছে, ওয়াক্স মিউজিয়ামের পেছন দরজা দিয়ে আমরা ঢুকছিলাম। তাকে যে ড্রেসটা পরানো হবে, তাও আমি দেখেছি। তারপর একেবারে পপসম্রাটের সামনে!

হাউ ডু ইউ স্পেল ইওর নেম

স্মৃতি হাতড়ে শুভ্র বললেন, দেখলাম, স্টেজে যে মাইকেল জ্যাকসন বাঘের মতো, সিংহের মতো—সামনাসামনি একদম শান্ত। এত নরম সুরে কথা বলেন, সেদিন না দেখলে হয়তো বিশ্বাস হতো না। তার ম্যানেজার পরিচয় করিয়ে দিলেন। উত্তেজনায় সঙ্গে করে কিছু নিয়েও যাইনি। মাইকেলের ম্যানেজার একটা সাদা কাগজ ছিঁড়ে দিলেন। তখন মাইকেল জিজ্ঞেস করল, হাউ ডু ইউ স্পেল ইওর নেম। আমি অবাক, শুভ্র তো তিনি এমনিতে লিখে ফেলতে পারতেন। এত বড় তারকা আমাকে এতটা বিনয় দেখানোর কী আছে। ছবি তোলার সময় একেবারেই আমার পাশে। ১০ থেকে ১৫ মিনিটের সময় পেয়েছিলাম।’

শুভ্র বলেন, ‘ওয়াক্স মিউজিয়াম ঘুরে দেখছেন মাইকেল জ্যাকসন। আমিও তা চোখের সামনে দেখছি! যে পোশাকটার ট্রায়ালে এসেছিলেন, কালো ভেলবেটের ওপর হীরকখচিত বোতাম, সেটিও দেখলাম। যে পোশাকটি অফিশিয়ালি মাইকেল জ্যাকসনকে তিন সপ্তাহ পরে পরানো হবে, একটা সম্মাননা প্রদান অনুষ্ঠানে।’

গত ২৯ আগস্ট ছিল মাইকেল জ্যাকসনের জন্মদিন। দিনটি স্মরণ করে ফেসবুকে তার সঙ্গে তোলা ছবি পোস্ট করেন শুভ্র। তিনি লিখেছেন, ১৯৯৩ সালে আমার প্রথম আমেরিকা সফর আর তার সূত্র ধরে সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বের সবচেয়ে বড় তারকার সঙ্গে ১৫ মিনিটের এই সাক্ষাৎ। এখনো স্বপ্ন মনে হয়।

মাইকেল জ্যাকসনের মহানুভবতাও স্মরণ করেন শুভ্র। তিনি লিখেন, ‘তার মহানুভবতা বিশেষ করে অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে বিভিন্ন মানবতার সেবায় আর্থিক সাহায্য এক বিরল দৃষ্টান্ত শোবিজ বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকে আমাকে বলেছিলেন মাইকেল জাকসনের অটোগ্রাফ নিলামে বিক্রি করে দিতে, কিন্তু ওইটা আমার কাছে অমূল্য সম্পদ। যার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’

গত শতাব্দির আশির দশকে সংগীতজীবন শুরু করা শুভ্র দেব ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ গানটা গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তারপর দীর্ঘ পথচলায় অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনো দেশ–বিদেশের মঞ্চে নিয়মিত গান গেয়ে চলছেন শুভ্র দেব। চলচ্চিত্রেও প্লেব্যাক করছেন তিনি। এর বাইরে নিজের মতো করে নতুন গান তৈরির কাজও করছেন। ২০২৪ সালে এই শিল্পী সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে দেশের ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেতা আরশ খান। গত অল্প কয়েক বছরের মধ্যে…
আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

সংঘবদ্ধ ধর্ষণ

সংঘবদ্ধ ধর্ষণ : অভিনেতার ১৪ দিনের জেল সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কারাগারে অভিনেতা আশিস কাপুর। বুধবার (৩ সেপ্টেম্বর)…
সংঘবদ্ধ ধর্ষণ
0
Share