ভারতে শো করার আগ মুহুর্তে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’র গায়ক ক্রিস মার্টিনকে আইনি নোটিশ পাঠিয়েছে গুজরাট প্রশাসন।
ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, চলতি মাসের ২৫ ও ২৬ জানুয়ারিতে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘কোল্ড প্লে’ ব্যান্ডের শো করার আগেই আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে গায়ক ক্রিস মার্টিন ও সংগীতনুষ্ঠানের আয়োজক সংস্থার উদ্দেশে আইনি নোটিশ জারি করা করেছে।
নোটিশে উল্লেখ করা হয়, কোল্ড প্লে’র শোতে বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ। অনুষ্ঠানের মঞ্চে কোনও শিশুকে প্রবেশ করতে পারবে না। আয়োজকদের উদ্দেশে বলা হয়েছে, ১২০ ডেসিবলের বেশি শব্দমাত্রা ক্ষতিকর। তাই বাচ্চাদের শ্রবণ নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে কোনও বাচ্চা এলেও তাদের কানে যেন ইয়ারপ্লাগ থাকে। আর আদালতের নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গেল বছরের নভেম্বরে অগ্রীম বুকিং শুরু হতেই টিকিট বিক্রিতে রেকর্ড করেছি ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’। টিকিট না পেয়ে নির্মাতা করণ জোহরকেও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হতাশা প্রকাশ করতে।