বিগত কয়ক বছরের কর ফাঁকি দেওয়ার দায়ে শাকিরাকে এরই মধ্যে জরিমানা গুনতে হয়েছে ২ কোটি ৪০ লাখ ইউরো। তবে স্প্যানিশ সরকারের আনা অভিযোগে জেল হতে পারে এই পপ গায়িকার।
স্প্যানিশ সরকারের অভিযোগ, “২০১৮ সাল থেকে পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। এমনকি ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন শাকিরা।”
বার্সেলনার এক আইনজীবীর দাবি, “শাকিরা যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছর দুই মাসের জেল হওয়ার কথা।”
যদিও গায়িকার আইনজীবী বলেছেন, “যে পরিমাণ কর শাকিরার দেওয়া বাকি ছিল, তা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন তিনি। সাথে সুদ ও দিয়েছেন।”
উল্লেখ্য, স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। আর মায়ামিতে যাওয়ার আগে দীর্ঘ সময় শাকিরা বার্সেলনাতেই ছিলেন।