বাংলাদেশ সময় ১১ মার্চ ভোরবেলায় (স্থানীয় সময় রবিবার সন্ধ্যায়) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারের আসর গুলোর মত অস্কারের এই আসরেও সেরা সিনেমাসহ মোট সাতটি ক্যাটাগরিতে হয়েছেন সেরা।
সেরা নির্মাতা হিসেবে ক্রিস্টোফার নোলান ও সেরা অভিনেতা হিসেবে কিলিয়ান মার্ফির হাত ধরে অস্কার হাতিয়ে নিয়েছে ‘ওপেনহেইমার’। এছাড়াও এই সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য, ক্যারিয়ারে প্রথমবার অস্কারের স্বাদ পেয়েছেন ‘আয়রনম্যান খ্যাত’ রবার্ট ডাউনি জুনিয়রও। ২০২৩-য়ে মুক্তি প্রাপ্ত সব সিনেমাকে ছাপিয়ে অস্কারের মঞ্চে সেরা সিনেমার খেতাবও জিতেছে ‘ওপেনহেইমার’।
ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ মনোনয়ন পেয়েছিল মোট ১৩টি শাখায়। তার মাঝে সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ছাড়াও সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর ক্যাটাগরি মিলিয়ে সাতটিতেই জিতেছেন সেরার খেতাব।
প্রসঙ্গত, বর্তমান সময়ের অন্যতম নন্দিত নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হলেও, অস্কার বরাবরই অধরা ছিল এই নির্মাতার। অবশেষে ৯৬তম অস্কারের আসরে রবার্ট ডাউনি জুনিয়রের মত, প্রথম অস্কারের স্বাদ পেলেন ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান নিজেও।