‘আনকাট সেন্সর’ পেয়ে ১৯ জানুয়ারি মুক্তির অপেক্ষায় মোশাররফ করিমের ‘হুব্বা’ । এবার জানা গেলো, নির্মাতা ফজলুল তুহিনের পরিচালিত ‘বিলডাকিনি’ও পেয়েছে আনকাট মুক্তির ছাড়পত্র। দুই একদিনের মধ্যে ‘বিলডাকিনি’ মুক্তির তারিখ ঘোষণা করবেন বলেও জানিয়েছেন নির্মাতা।
কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প।
ঢাকাই চলচ্চিত্রে পার্নোর আগমন মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ দিয়ে। এবার মোশাররফ করিমের সাথে ‘বিলডাকিনি’ দিয়ে দ্বিতীয়বারের মত ঢালিউডে অভিষেক হচ্ছে তার।
সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও থাকছেন গাজী রাকায়েত, লুত্ফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।