সাবেক এমপি অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ১৫ আগস্ট শোক দিবসের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্র জনতার বাধার মুখোমুখি হন।
১৪ আগস্ট সন্ধ্যায় উত্তরার ৫ নাম্বার সেক্টরে তার বাসার গ্যারেজ থেকে খিচুড়ির মালামাল জব্দ করে রেখেছে ছাত্ররা। তবে ছাত্ররা তার বাসায় নাশকতা ও লুটপাট করতে দেয় নি, এখনো তার বাড়ি ছাত্র নিরাপত্তায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পর সুবর্ণা মুস্তফা নাম লিখিয়েছিলেন রাজনীতির ঘরে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসন-৪ (৩০৪), ঢাকা-২২ থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং চূড়ান্তভাবে বিজয়ী হয়েছিলেন।