Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

রিয়্যালিটি শো নিয়ে আসছেন তাহসান

তাহসান খান | ছবি: ফেসবুক

টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনমূলক ‘ফ্যামিলি ফিউড’ রিয়্যালিটি শো নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

২২ জানুয়ারি রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয় আগামী ২৭ জানুয়ারি বেসরকারি টিভিতে প্রচারের পর বঙ্গ’তে দেখানো হবে ‘ফ্যামিলি ফিউড’। এ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সাথে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা।

সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শো’টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারতো এই শো’টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য।’

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলি অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।

আর এবারের আয়োজনে থাকছে কয়েকটি স্পেশাল এপিসোড, যেখানে অতিথি হিসেবে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে।…
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর’

‘ধুরন্ধর’ সিনেমা গত ৫ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিং–এর ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির পরেই বাজিমাত করে দিয়েছে…
বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর’

তারকাদের বিদেশ পাড়ি – মিশা সওদাগরের বিশ্লেষণ

তারকাদের বিদেশ পাড়ি জমানোর কারণ জানালেন মিশা গত এক দশকের বেশি সময় ধরে দেশের নাটক, সিনেমা ও সংগীত অঙ্গনের অনেক…
তারকাদের বিদেশ পাড়ি - মিশা সওদাগরের বিশ্লেষণ
0
Share