বলিউডের পরিচালক ধীরাজ কুমারের ‘বিহান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে যাচ্ছেন বরবাদ সিনেমার অন্যতম চরিত্র রিয়া গঙ্গোপাধ্যায়। তিনি স্ক্রিন শেয়ার করবেন পদ্মিনী কোলহাপুরের সঙ্গে।
এই ছবিতে রয়েছেন ‘খাকি ১’-খ্যাত অভিমন্যু সিংহ, খুশালি কুমার, টেরেন্স লুইস। আইটেম গানে সানি লিওন। নারী পাচার নিয়ে সিনেমার গল্প।
রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে গত বছর ছিল শনির দশা, ছিল নানা ঝড়। এসবের মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ‘বরবাদ’ সিনেমায় ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি।
ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী।
রিয়া এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন। জানালেন, বিগত ১৫ বছরের চেষ্টা আর ঈশ্বরের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন।
জানা গেছে, বলিউডে পাড়ি দিলেও দুই মাধ্যমেই কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরো বেশি প্রস্তুত করতে চান আরো ভালো কাজের জন্য।
এই অভিনেত্রীকে বলিউডের পর দেখা যাবে বাংলা ছবিতেও! খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ অনেকের সাথেই অভিনয় করবেন জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ-এ। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া থাকবেন পুলিশ অফিসার।