২০২৪ সালে ভারতের প্রথম সিনেমা হিসেবে ৫০০ কোটি রুপি আয় পার করে হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এরই মধ্যে আরও এক রেকর্ড গড়লো ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘কল্কি’ আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জাওয়ান’-কে ইতিমধ্যেই পেছনে ফেলে দিয়েছে।
ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে ৪০ দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি। অপরদিকে, অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমার আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি।
প্রসঙ্গত, চলতি বছরের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এখানে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানিসহ আরও অনেকে।
চলতি আগস্ট মাসেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।