৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’।
বিশ্বের ৫ টি মহাদেশে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার অ্যাকশনধর্মী সিনেমাটির মুক্তি পাওয়ার বিষয়টি ৯ জুলাই গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক দীপঙ্কর দীপন।
শুরুতে ঈদে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে পিছিয়ে যায় চলচ্চিত্রটির মুক্তির তারিখ। এ সম্পর্কে জিজ্ঞেস করলে দীপঙ্কর দীপন জানান, শুধু ঈদমুখী না হয়ে সারা বছর ব্যবসা করুক বাংলা সিনেমা, এটাই তিনি চান । আর তাই ছবির মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন পরিচালক।
প্রযুক্তির উৎকর্ষে ভবিষ্যতের যুদ্ধটা হবে সাইবারে। দেশের যোদ্ধারা তার জন্য কতটা প্রস্তুত? এমন সম্ভাবনা ও প্রশ্নের জবাব মিলবে এই চলচ্চিত্রটিতে।
আশা জাহিদের গল্প ও গবেষণার উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দীপঙ্কর দীপন। মনিরুল ইসলাম মাসুমের সিনেমাটোগ্রাফি, সামুরাই মারুফের শিল্প নির্দেশনা আর ফোরডিজিও বাংলাদেশের ভিএফএক্সে নির্মিত হয়েছে ছবিটি।
চলচ্চিত্রটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে থাইল্যান্ডে। থাই লাইন প্রডিউসারের তত্ত্বাবধানে সে দেশের প্রায় ৬৫ জন ক্রু ও টেকনিশিয়ানের সমন্বয়ে অ্যাকশনসহ বিভিন্ন দৃশ্যের শুটিং সম্পন্ন করেন দীপঙ্কর দীপন।
‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড । ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়াও আছেন মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারের মত তারকারা।