অভিনেত্রী রুক্মিণী মৈত্রের দীর্ঘ ছয় বছরের সংগ্রামের ফলাফল স্বরূপ উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী থিয়েটার’ রাখার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বিনোদিনী’ সিনেমার কাজ শুরুর পর থেকে ছবির নির্মাতা রামকমল মুখোপাধ্যায় ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ইচ্ছা ছিল বিনোদিনী দাসী নামের সঙ্গে জড়িয়ে থাকা স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে তাকে ‘বিনোদিনী থিয়েটার’ রাখা হোক। এমন কি মানত করেছিলেন এই স্বপ্নপূর্ণ হলে তারা মন্দিরে গিয়ে পূজা দেবেন। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই তারা নিজেদের করা সেই মানত পূরণ করতে দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে পুজা দিতে যান।
অভিনেত্রী রুক্মিণী তার ইনস্টাগ্রামে মন্দিরে পুজা দেওয়ার বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তার যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পুজা দেওয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে। তাই ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হলো।’
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে বিনোদিনী রূপে প্রথম প্রকাশ্যে আসেন রুক্মিণী মৈত্র। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন বিনোদিনী চরিত্রটি তার অভিনয় ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াতে যাচ্ছে। ২০২৩ সালের মার্চে ছবির শুটিং শেষ হওয়ার পর, ২০২৩ সালের দীপাবলিতে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার টিজার প্রকাশিত হয়। তার প্রায় দেড় বছর পর আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে ছবিটি।