‘স্ত্রী ২’ মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসায় সিক্ত বলিউডের অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বক্স অফিসেও দারুণ ব্যাবসা করে যাচ্ছে ছবিটি। মুক্তির পর মাত্র ১৮ দিনের মাঝেই ভারতীয় বক্স অফিসে এই সিনেমা প্রবেশ করেছে ৪৮০ কোটির ক্লাবে। এবার ছিবিটি ছুঁতে যাচ্ছে ৫০০ কোটির মাইলফলক!
ভারতের স্বাধীনতা দিবস, অর্থাৎ ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পায় ‘স্ত্রী ২’। প্রথম দিনেই বেশ ধামাকাদার সূচনা করে ছবিটি। এরপর থেকেই বক্স অফিসের রাজত্ব অটলভাবে ধরে রেখেছে রাজকুমার-শ্রদ্ধা।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির ১৮ তম দিনে আয়ের গ্রাফ আবারও বেড়ে যায় সিনেমাটির। এদিন ভারতে ২২ কোটি রুপি আয় করে ‘স্ত্রী ২’। এরই মধ্য দিয়ে ভারতে সিনেমাটির আয় দাঁড়ায় ৪৮০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৮৮ কোটি রুপি। অর্থাৎ
সুতরাং, ভারতে খুব দ্রুতই ৫০০ কোটির ক্লাবে পৌঁছতে যাচ্ছে ‘স্ত্রী ২’। তাছাড়া পুরো বিশ্বের আয়ের হিসাবে দ্রুত ৭০০ কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’ সিনেমা। সেই সময়ও দর্শকরা সানন্দে গ্রহণ করেছিল ছবিটি। এরপর ২০২৪ সালে মুক্তি পেলো ‘স্ত্রী’ ছবির সিক্যুয়েল ‘স্ত্রী ২’। এই সিক্যুয়েলও বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে।
‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধা ও রাজকুমার ছাড়া আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। অভিনেত্রী তামান্না ভাটিয়া ছবিটির অন্যতম হাইলাইট। তাছাড়া এতে বিশেষ ক্যামিওতে দেখা গেছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ও ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ানকে।