Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী

২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী : শীর্ষ ধনী জুহি চাওলা

ভারতের বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করেন বিশ্বের অন্যতম ধনী তারকারা। বিশেষ করে অভিনেত্রীদের মধ্যেও আছে এমন বেশকিছু ধনী তারকা। তাদের আয় ও সম্পদের পরিমাণ জানার আগ্রহ নেটিজেনদের মধ্যে বহু পুরনো। সেইসূত্রেই জেনে নেয়া যাক ২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী দের তালিকা ।

২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রী
জুহি চাওলা         ঐশ্বরিয়া রাই     প্রিয়াঙ্কা চোপড়া                                                                                                             

২০২৫ সালে ভারতের শীর্ষ ধনী বলিউড অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন জুহি চাওলা। ভারতের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এবং হুরুন রিচ রিপোর্ট অনুযায়ী, জুহি চাওলার মোট সম্পদ প্রায় ₹৪৬০০ কোটি, যা তাঁকে অন্যান্য অভিনেত্রীর তুলনায় অনেক এগিয়ে রেখেছে। ভক্তরা আজও তাঁকে শুধু অভিনয় নয়, ব্যবসা-বিনিয়োগের সফলতার জন্যও চেনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ঐশ্বরিয়া রাই, যাঁর সম্পদ প্রায় ₹৯০০ কোটি। এরপর রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ₹৮৫০ কোটি, আলিয়া ভাট ₹৫৫০ কোটি, দীপিকা পাড়ুকোন ₹৫০০ কোটি এবং কারিনা কাপুর ₹৪৮৫ কোটি। অনুষ্কা শর্মার সম্পদ প্রায় ₹২৫৫ কোটি, মাধুরী দীক্ষিত ₹২৫০ কোটি এবং কাজল ₹২৪০ কোটি।

সেরা দশের শেষ নামটি হলো ক্যাটরিনা কাইফ, যাঁর মোট সম্পদ প্রায় ₹২২৫ কোটি। এই তালিকা শুধু বলিউডের সাফল্য নয়, বরং বিনিয়োগ এবং ব্র্যান্ড প্রমোশনের ক্ষমতাকেও তুলে ধরে। জুহি চাওলার মতো অভিনেত্রীদের জন্য এটি স্পষ্ট যে, সিনেমার বাইরে সঠিক পরিকল্পনা এবং ব্যবসায়িক দক্ষতা বিপুল সম্পদ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২৫ সালে বলিউডের শীর্ষ ১০ ধনী অভিনেত্রীর তালিকা

অভিনেত্রীর নাম                                                                মোট সম্পদ

১. জুহি চাওলা                                                                   ₹৪৬০০ কোটি

২. ঐশ্বরিয়া রাই                                                                  ₹৯০০ কোটি

৩. প্রিয়াঙ্কা চোপড়া                                                            ₹৮৫০ কোটি

৪. আলিয়া ভাট                                                                  ₹৫৫০ কোটি

৫. দীপিকা পাড়ুকোন                                                         ₹৫০০ কোটি

৬. কারিনা কাপুর                                                               ₹৪৮৫ কোটি

৭. অনুষ্কা শর্মা                                                                    ₹২৫৫ কোটি

৮. মাধুরী দীক্ষিত                                                                ₹২৫০ কোটি

৯. কাজল                                                                           ₹২৪০ কোটি

১০. ক্যাটরিনা কাইফ                                                           ₹২২৫ কোটি

Source : indianexpress.com

এই তথ্য শোনার পর বলিউড প্রেমিকরা সহজে বুঝতে পারবে কে সেরা অর্থসম্পন্ন অভিনেত্রী এবং কাদের ব্যবসায়িক ভাবনা তাদের ভবিষ্যতের জন্য প্রেরণা যোগাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সেরা এশিয়ান সিনেমায় বাংলাদেশের তিন সিনেমার নাম

বাংলাদেশের তিন সিনেমা ২০২৫ সালের এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট এশিয়ান…
সেরা এশিয়ান সিনেমায় বাংলাদেশের তিন

বিজয় কোনো চাপের কাছেই মাথা নত করবেন না

থালাপতি বিজয় দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’–এর মুক্তি এখনো হয়নি। ৯ জানুয়ারি ছবিটি…
বিজয় কোনো চাপের কাছেই

ধর্মেন্দ্রর মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপ্তিতে কি বললেন হেমা মালিনী   

ধর্মেন্দ্র ও হেমা মালিনী ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘পদ্ম সম্মাননা’ ঘোষণা করেছে ভারত সরকার। প্রতি বছরের মতো এবারও…
ধর্মেন্দ্রর মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপ্তিতে কি বললেন হেমা মালিনী
0
Share