সংগীত ক্যারিয়ারের ৩০ বছর। গীতিকবি হিসেবে ক্যারিয়ার শুরু করা শ্রোতাপ্রিয় গায়ক শফিক তুহিন এ বছরের শেষের দিকে তা সেলিব্রেট করার পরিকল্পনা করেছেন।
শফিক তুহিন বলেন, ‘আমার লেখা ও সুরে বাংলাদেশের প্রায় সবাই গান করেছেন। আমি চেষ্টা করব তাদের সবাইকে সম্পৃক্ত করে আমার ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন করার।’
সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর বাবা চেয়েছিলেন বিসিএস দিয়ে একজন আমলা হবেন তিনি। একবার বিসিএসের ভাইভাতে বাদ পড়ায় আর কখনো চেষ্টা করেননি। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পর বাবার মনের খেদ উবে যায়।
শফিক তুহিনের গান গেয়ে কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের রক আইকন জেমস প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার লেখা সুর ও সংগীত পরিচালনায়।
তিনি আশা করছেন তিরিশ বছরের এই যাত্রার উৎসবে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সকলকেই তিনি পাশে পাবেন।