হ্যাক করা হয়েছিল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র সঞ্চালক এবং নির্মাতা হানিফ সংকেতের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল। বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্চালক নিজেই। পাশাপাশি তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তার ফেসবুকের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের।
২৮ এপ্রিল হানিফ সংকেত তার ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করে লেখেন, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’
অর্থাৎ, সঞ্চালকের ফেসবুক পেজ হাতিয়ে নিয়ে কুরুচিকর পোস্টও করেছিলেন হ্যাকাররা। যদিও হানিফের টেকনিক্যাল টিম তাদের দক্ষতা প্রমাণ করে সামলে নিয়েছে পরিস্থিতি।
হানিফ তার স্ট্যাটাসের শেষে যোগ করেন, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
উল্লেখ্য যে, হানিফ সংকেত একাধারে একজন লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক। কিন্তু ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি সঞ্চালক হিসেবে দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। আশির দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে ‘ইত্যাদি’। এবারের ঈদুল ফিতরে প্রচারিত ‘ইত্যাদি’র অনুষ্ঠানটিও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।