Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

হাসপাতালে ভর্তি শাকিব খানের নৃত্য পরিচালক

আজিজ রেজা ও শাকিব খান । ছবি: গুগল

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন ঢালিউডের আরেক নৃত্য পরিচালক হাবিব রহমান।

হাবিব জানান, ‘আজিজ রেজা ভাই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন। কথাও বলতে পারছেন।’

প্রসঙ্গত, ঢালিউডের অসংখ্য গানের নৃত্য পরিচালনার পাশাপাশি আজিজ রেজা টলিউডেও কাজ করেছেন। চলচ্চিত্রাঙ্গনে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে অভিষেক করার পর থেকে এখন পর্যন্ত তিনি কোরিওগ্রাফি করেছেন ১ হাজার ৯৬টি গানে।

নৃত্য পরিচালক হিসেবে আজিজ রেজা সবার কাছে গ্রহণযোগ্যতা পান ‘তুফান মেঘ’ সিনেমায় কাজ করার পর থেকে। এ ছবিতে এককভাবে নৃত্য নির্দেশনা দিয়েছিলেন। ঢালিউডের পাশাপাশি কলকাতার ১৯টি সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি।

আজিজ রেজার হাত ধরেই চলচ্চিত্রে অনেক অভিনয়শিল্পীর অভিষেক হয়েছে। সেই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

বিশ্বব্যাপী চলছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিপ্লব। বিশেষ করে এআই ভিডিও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারই…

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল  

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা…

কাজ শেষ, শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর  

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এই জুটি তাদের বিবাহের আগে থেকেই মুম্বাইতে তাদের নতুন…

৬৪টি স্যুটকেস ও একটি অপূর্ণ ইচ্ছা রেখেই চলে গেলেন রাজেশ খান্না    

রাজেশ খান্না ছিলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। তাকে ভারতীয় হিন্দি চলচ্চিত্র…
0
Share