উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পর্দায় খুব বেশি কাজ করেননি তিনি। ২০১৬ সালে প্রথম আয়নাবাজি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। সেখান থেকেই আরো ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে এই অভিনেত্রী ঘুরছেন লন্ডনে। সেখান থেকে সামাজিক মাধ্যমে দিচ্ছেন ছবি। নাবিলার দেওয়া স্থিরচিত্রে ঘুরে আসুন বিদেশ-বিভুঁই।
তবে সিনেমা করলেও বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে তুফান সিনেমায়।
বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনায় সর্বশেষ দেখা গেছে নাবিলাকে। এতে তার অতিথি ছিলেন শাকিব খান। এরপর তাকে আর নতুন কোনো অনুষ্ঠান কিংবা শুটিংয়ে দেখা যায়নি।
বাকিংহাম প্যালেসের সামনে নাবিলা। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাড়িটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন ও প্রশাসনিক দপ্তর।
এই সেই বাড়ি যেখানে শেক্সপিয়ারের জন্ম ও বেড়ে ওঠা… এটি সেই জায়গা যেখানে তার সাহিত্যিক মন গড়ে উঠেছে… নাবিলা লিখেছেন।
ছবিতে মেয়ের সঙ্গে অভিনয়শিল্পী ও মা নাবিলা