১ বছর পর ফের বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সুমন ঘোষের পরিচালনায় ২০২৩ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘কাবুলিওয়ালা’।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জিও স্টুডিও’র যৌথ প্রযোজনায় সিনেমাটিতে কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। পরিচালক সুমন ঘোষের সাথে দীর্ঘ ১১ বছর পর আবারও কোনও ছবিতে কাজ করছেন তিনি।
এরই মধ্যে ১৪ নভেম্বর প্রকাশিত হয়েছে ছবির পোস্টার। সেখানে কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসতে দেখা যাচ্ছে ছোট্ট মিনিকে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘কাবুলিওয়ালা’য় রহমতের চরিত্রে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি মিনির চরিত্রে অভিনয় করেছেন ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। মিনির বাবা অরবিন্দের চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।