১৩ ডিসেম্বর নিজের কন্যা সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে এনে মা হবার সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।
শুক্রবার, নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক সপ্তাহের শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি শেয়ার করে, ক্যাপশনে রাধিকা লিখেছেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। খুদে আমার স্তনে।’
এর আগে, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি কখনো মা হতেই চাননি। তিনি ও তার স্বামী বাচ্চা পালনের ক্ষেত্রে কিছুই জানেন না বলে হাসির ছলে বলেছিলেন এই কথা। অভিনেত্রী আরও জানিয়েছিলেন, মা হওয়া আনন্দের এটা সবাই জানে। কিন্তু কষ্ট নিয়ে কেউ কখনো বলে না। তার মতে- দুটোই বলার প্রয়োজন।
তার ঠিক পরেই চলতি বছরের অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বেবিবাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে অবাক করে জানান দিয়েছিলেন খুব শীঘ্রই আসছে নতুন অতিথি।
উল্লেখ্য, ২০১২ সালে ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেন রাধিকা। তাদের গোপন বিয়ের কথা সেসময় কেউ টের পায়নি। পরের বছর ২০১৩ সালে বিয়ের কথা নিজেই ফাঁস করেন অভিনেত্রী।