২১ জানুয়ারি বিকেলে ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
মনির খানের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল (বুধবার) বিকেলে শৈলকুপায় তার নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।’
কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।