১৮ অক্টোবর ছিল কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী। তার স্মরনে মিলনমেলায় এক হয়েছিলেন সঙ্গীত পাড়ার অসংখ্য সদস্য।
এই একই আয়োজনে এসেছিলেন ‘ও প্রিয়া’ খ্যাত আসিফ আকবর। চিত্রালীর সাথে এক আলাপে আসিফ আকবর জানান, ‘এখনকার সময় আর আমাদের সময় এক নয়। আমরা গান করার পর ক্যাসেট বিক্রির দিকে তাকিয়ে থাকতাম। এভাবে হিট বা ফ্লপ বিচার করতাম। এখন প্লাটফর্ম বেড়েছে, ভিন্ন হয়েছে। এখন ভিউ দিয়ে হিট- ফ্লপ নির্বাচিত হয়।’
আসিফ আকবর আরো বলেন, ‘ভিউ দিয়ে কোনও শিল্পী যদি জনপ্রিয়তা পায়, তাতে কোনও ক্ষতি নেই। একেবারে ভাইরাল কন্টেন্টই ভিউ পায়, সেটা তো কোনও কথা না। মূল কথা হলো, কন্টেন্ট ভালো কিনা। শ্রোতারা মনে রাখবে ভালো কন্টেন্ট, অর্থাৎ ভালো গান, নাটক, সিনেমা।’
আলাপের মাঝে তিনি সৈয়দ আব্দুল হাদির কথা উল্লেখ্য করে বলেন, ‘এই শিল্পীর অনেক গানের ভিউ এখন হয়তো মাত্র কয়েক হাজার। তাতে তো গানের কালজয়ী ইতিহাস বদলে যায় না।’ আসিফ যোগ করেন, ‘যুগের সাথে শ্রোতার টেস্ট, প্ল্যাটফর্ম বদলে গেলেও থেকে যাবে কন্টেন্ট। তাই তিনি মনে করেন শিল্পীদের প্রয়োজন প্রতি কাজের সময়েই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা।’
মত বিনিময় ও আড্ডামুখর এই দিনে আরও উপস্থিত ছিলেন, ফুয়াদ নাসের বাবু, আসিফ ইকবাল, লাবু রহমান, নকিব খান, নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, রফিকুজ্জামান, ফাহমিদা নবী. মীর মাসুম, মুকিত জাকারিয়া, আদিল হোসেন নোবেল, এফএস নাইমসহ অনেকেই।উল্লেখ্য, প্রতিবছরের মতো ২০২৪ সালের ১৮ অক্টোবরও আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিলের, যার আয়োজন করে চট্টগ্রাম মিউজিসিয়ানস ক্লাব, ঢাকা।