সিনেমার ব্যস্ততায় নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে গত বছর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা আবারও ফিরছেন ছোট পর্দার অভিনয়ে। খুব শীঘ্রই দর্শকদের জন্য নতুন ওয়েব ফিল্ম নিয়ে আসছেন তিনি।
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মেহজাবীনকে দেখা যাবে নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’এ। ফিল্মটির পরিচালনা করছেন ভিকি জাহেদ। মেহজাবিনের বিপরীতে রয়েছেন রেহান। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা গেছে খোলা মাঠে বরের বেশে শুয়ে রয়েছেন রেহান আর তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তারই বুকে নীল ফুল হাতে সি গ্রিন শাড়িতে ধরা দিয়েছেন মেহজাবীন, তবে সেটিও রহস্যময়ী রূপে। জানা গেছে, ভালোবাসা দিবসে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এর আগে আগামী ১০ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে এর ট্রেলার।
এটি মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমে।
এর আগে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। ঢাকা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে ছবিটি। সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।