মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসে এই আসর। এতে অংশগ্রহণ করেন দুনিয়ার সেরা সব তারকারা। এবারের আসরে প্রথমবারের মতো দেখা গেল বলিউড তারকা শাহরুখ খানকে। বলিউড থেকে ছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানিও। বেবি বাম্প নিয়েই মেট গালায় হাঁটলেন কিয়ারা।
গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম সন্তানের মা হতে চলেছেন এ অভিনেত্রী। আর অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। নিজের লুক ,ফ্যাশন আর সাহস দেখিয়ে মুগ্ধ করলেন দর্শকদের।
স্টাইল স্টেটমেন্টের জন্য বলিউডে বেশ সুনাম রয়েছে কিয়ারা আদভানির। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তা।
কিয়ারা আদভানির পোশাকের ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।
মেট গালায় হাঁটার পর তার স্বপ্নপূরণ হয়েছে জানিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন।’
ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা।
এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
২০২৩ সালে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিয়ারা। গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই নায়িকা। তাই এবার মেট গালার কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ারার দিকে যে সবার নজর থাকবে, তা অনুমেয়ই ছিলো। আর বেবি বাম্পে নিজেকে নতুন আঙ্গিকে সাজিয়ে রূপ, ফ্যাশনসেন্স, ও সাহসের অসীম পরিচয় দেখিয়ে আসলেন এই অভিনেত্রী।