তুরস্কের সিরিজ ‘কুরুলুস উসমান’ ও ‘সুলতান সুলেমান’ খ্যাত অভিনেতা বুরাক ওজসিভিট মাতিয়ে গেলেন বাংলাদেশ। ভিনদেশী এই প্রিয় অভিনেতাকে কাছে থেকে দেখার জন্য ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে তার বাংলাদেশি ভক্তদের মাঝে। কিন্তু ওজসিভিট ঢাকায় থাকলেও অনেক ভক্তই নাকি দেখা পাননি তার।
মূলত ২৬ মে রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত সিঙ্গার বেকো-তে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ওজসিভিট’ শীর্ষক অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির এ রূপান্তর যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ওজসিভিট। আর তাই সেদিন সেখানে উপস্থিত ছিলেন এ তুর্কি অভিনেতা।
বুরাক ওজসিভিটকে এক নজর দেখার জন্য তার বাংলাদেশি ভক্তরা গুলশানের সেই শোরুমের বাহিরে ভিড় জমান। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্বাচিত ভক্ত ছাড়াও অনেক ভক্ত দেখার সুযোগ পান তুরস্কের সুপারস্টারকে। কিন্তু ভক্তদের অনেকেই কাছ থেকে তাকে দেখার সুযোগ পেলেও অনেকে ভিড় করেও কাজ হয়নি। দিনভর না খেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই অভিনেতার দেখা পাননি বলে অভিযোগ করেছেন। এক ভক্ত তো তার এই আক্ষেপের কথা অশ্রসিক্ত হয়ে জানিয়েছেন। আক্ষেপ ও কষ্ট নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাকে।
বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি জানায়, কেবল যারা তাদের পণ্য কিনেছেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ী ভক্ত প্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন। তবে বুরাক ওজসিভিটের বাংলাদেশ সফর এবং গুলশানে অবস্থানের কথা ছড়িয়ে পড়তেই ২৬ মে প্রতিষ্ঠানটির শোরুমের বাইরে বিজয়ী প্রার্থী ছাড়াও ভিড় করেন অন্যান্য ভক্ত। ফলে অভিনেতার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট সব ভক্তের সঙ্গে হাত মেলাতে দেননি অভিনেতা বুরাককে।