বাঁধার সম্মুখীন হলো বিএনপি চেয়ারপার্সন ও দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্মিতব্য সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’। চলচ্চিত্রটি নির্মাণ বন্ধ করতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ।
২১ আগস্ট লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, জিয়া পরিবারের কেউ এই চলচ্চিত্রের কথা জানেন না। কাউকে না জানিয়ে এমন সিনেমা বানানো উচিত নয়। তাই এটা বন্ধ না করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।
অপরদিকে, খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করা পরিচালক এম কে জামান জানিয়েছিলেন, সিনেমা নির্মাণের জন্য বেগম জিয়ার অনুমতি নিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’
কারা অভিনয় করবেন জামানের সিনেমায়, সেই বিষয়ে তিনি কিছু বলতে চাননি। যদিও সিনেমাটির নাম কি দিতে চেয়েছিলেন তা জানান পরিচালক।